|
---|
সেখ আব্দুল আজীম : আজ, ভোর রাত্রে পুরুলিয়া অযোধ্যা থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা ইলিপুরে উক্ত সময়ে একটি সিঙ্গুর থেকে বাস আসছিল বাসটি থামিয়ে গ্রামবাসীদের ডেকে নিয়ে আসেন সাথে সাথে হাজির হন মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক কবরী মান্না এছাড়াও অনেকে গ্রামবাসীরা উদ্ধারকার্যে হাত বাড়িয়ে দেন চন্ডীতলা ও হরিপাল থানার পুলিশ উদ্ধার কার্যে তদারকি করেন এই দুর্ঘটনায় একজন মহিলা মারা যান আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মন্ত্রী পৌঁছে যান প্রায় ৭২ জন পুরুষ মহিলা উক্ত বাসটিতে ছিলেন গুরুতর আহতদের মন্ত্রীর নির্দেশে কলকাতা হাসপাতালে পাঠানো হয়, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ পাঠক প্রধান সুমিত সরকার সহ তৃণমূল নেতৃত্বের কর্মীরা তদারকি শুরু করেন।