বর্ধমানের গ্রামে আদিবাসীদের বিনামূল্যে পশু বিতরণ।

লুতুব আলি, বর্ধমান, ৩ ফেব্রুয়ারি : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়দের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে বিভিন্ন রকমের জনসেবা মূলক কর্মসূচি গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর এই ধরনের প্রকল্পকে বাস্তবায়িত করতে বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ বিকাশ দপ্তর আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষদের বিনামূল্যে শুকর বিতরণ করল। ৩ ফেব্রুয়ারি বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত ডাঙ্গুয়া গ্রামে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের বিনামূল্যে পুরুষ ও মহিলা শুকর প্রদান করল। একই সঙ্গে বিনামূল্যে শূকরদের খাবার ঔষধি এবং যাতায়াতের খরচ বহন করলো। বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অরুন গোলদার ও কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার জানান, আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের স্বনির্ভরতার লক্ষ্যে এই কর্মসূচি সমগ্র ব্লক ব্যাপী গ্রহণ করা হয়েছে। বিনামূল্যে শুকর ও খাদ্যশ্যামগ্রী এবং যাতায়াতের খরচ পেয়ে এদিন উপভোক্তারা সন্তোষ প্রকাশ করেন।