|
---|
সেখ সামসুদ্দিন, ২৭ মেঃ বিপর্যয় ব্যবস্থাপনা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বজ্রপাত নিয়ে একটি আলোচনা সভা করা হয় পঞ্চায়েত সমিতির স্থায়ী মঞ্চে। উপস্থিত ছিলেন মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক প্রশান্ত ভাঙ্গি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, এ ডি এ সনজিবুল ইসলাম, বি ডি এম ও ফাল্গুনী মুখার্জী, সহ সভাপতি দেবু হেমব্রম সহ অন্যান্যরা। আজ ব্লকের সমস্ত পঞ্চায়েত থেকে প্রধান, উপ প্রধান সহ অন্যান্যদের ডাকা হয়েছিল। মূলত আজকের এই আলোচনা বজ্রপাতের সময় কি করা উচিৎ বা উচিৎ নয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলার আধিকারিক। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রত্যেক প্রধান উপ প্রধানদের সতর্ক করেন সরকারি ভাবে আগাম খবর পেলে সেটা সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে জানান। প্রসঙ্গত গত কয়েকবছরে সদর দক্ষিণ মহকুমায় বজ্রপাতে মৃতের সংখ্যা জামালপুরে অনেক বেশি।