|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : দিন দিন বেড়েই চলেছে পেট্রোলের দাম, মোটরসাইকেল চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ থেকে মধ্যবিত্তরা। খেটে খাওয়া সাধারণ মানুষদের কথা ভেবেই এবার মুর্শিদাবাদের সাগরদিঘীর মাটিতে নিয়ে এলো ব্যাটারিচালিত ই-স্কুটি। শুক্রবার মন্ত্রী সুব্রত সাহার নির্দেশে সাগরদিঘীর দীঘার মোড়ে ইলেকট্রিক স্কুটি শোরুম এর উদ্বোধন করেন সাগরদিঘী ব্লক যুব সভাপতি কিসমত আলী, তিনি জানান যে কেন্দ্র সরকার দিন দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি করছে তা রীতিমতো নাজেহাল হয়ে পড়ছে সাধারণ খেটে খাওয়া মানুষরা। যদি মানুষ এই ই-স্কুটি ব্যবহার করে তাহলে কিছুটা হলেও রেহাই পাবে। এদিন উপস্থিতছিলেন ভারতী হাঁসদা, হাসিবুর রহমান (বাবু), আসাদুল হক, রাজা সেখা, সোয়েবুর রহমান, প্ৰমুখ।