|
---|
দেবজিৎ মুখার্জি: “এবার আজমেড়ের খাজা মইনুদ্দিন চিস্তির দরগা নাকি একসময় হিন্দু মন্দির ছিল” এমনটাই দাবি করলেন হিন্দুত্ববাদী সংগঠন মহারানা প্রতাপ সেনা।
সংগঠনের নেতা রাজ্যবর্ধন সিং পারমারের বক্তব্য “খাজা মইনুদ্দিন চিস্তির দরগা আসলে প্রাচীন মন্দির। দেওয়াল ও জানালায় স্বস্তিক-সহ হিন্দু ধর্মের বহু প্রতীক আমরা দেখেছি। আমরা চাই পুরাতত্ত্ব বিভাগ ওই দরগায় গিয়ে সার্ভে করুক।” যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন দরগা কর্তৃপক্ষ। তিনি জানান এখানে হিন্দু ও মুসলিম দুজনেই প্রার্থনা করতে আসে এবং সাম্প্রদায়িক উসকানি দেওয়ার উদ্দেশ্যেই এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।