|
---|
দেবজিৎ মুখার্জি: “প্যারোলে মুক্তি পেতেই রীতিমতো নায়কের মর্যাদায় স্বাগত জানানো হল ২০২০ সালের উত্তরপূর্ব দিল্লি দাঙ্গার এক ‘মুখ’ শাহরুখ পাঠানকে” এমনই এক ভিডিও ভাইরাল হয়। জানা গিয়েছে, ভিডিওটি ২৩ মের। অসুস্থ বাবার সাথে দেখা করার জন্য ৪ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল শাহরুখকে। তাকে রীতিমত গ্র্যান্ড ওয়েলকাম দেয় তার অনুগামীরা। এই ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা।
উল্লেখ্য, ২০২০ সালের উত্তরপূর্ব দিল্লির দাঙ্গয় জাফরাবাদ-মৌজাপুরে শাহরুখকে দেখা গিয়েছিল পুলিশের দিকে বন্দুক তাক করতে। রোহিত শুক্লা নামের এক পুলিশ কর্মী তার গুলিতে আহত হওয়ার অভিযোগ করায় খুনের চেষ্টা, কর্মরত সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ এনে দিল্লির এক আদালতে রুজু হয় তার বিরুদ্ধে মামলা।