রাজনগর এলাকায় ট্রাফিক ব্যারিকেডগুলি সঠিক স্হানে যথাযথ ভাবে রাখার দাবি

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: রাজনগর এলাকায় বিভিন্ন রুটে পাকা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একাধিক ব্যারিকেড করা হয়েছে৷ এগুলি থাকার কারণে দ্রুত গতিতে যাতায়াত করা যানগুলির চালকরা ওই স্থানগুলিতে গতি কিছুটা হলেও কমাতে বাধ্য হন৷ অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও কমে৷ ফলে এলাকার মানুষ এর জন্য প্রশাসনিক কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন৷ কিন্তু কিছু স্থানে ব্যারিকেডগুলি যথাযথ ভাবে রাখা হচ্ছেনা ৷ কোনো কোনো সময় লক্ষ্য করা যাচ্ছে, থানার পক্ষ থেকে রাখা চাকা লাগানো ব্যারিকেড কে বা কারা নিজেদের সুবিধার জন্য দোকান বা বাড়ির কাছে টেনে নিচ্ছে৷ অনেক সময় রাস্তার উপরে সেগুলি উল্টে পড়েও থাকছে৷ যার ফলে পথ দুর্ঘটনা ঘটার যথেষ্ট আশঙ্কা থাকছে বলে মনে করছেন এলাকাবাসীর একাংশ৷ স্থানীয় পুলিশ প্রশাসন বিভাগের আধিকারিক ও কর্মীরা দ্রুত এবিষয়ে নজর দিন৷ এমনটাই দাবি জানাচ্ছেন তাঁরা৷ প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রাজনগর ডাকবাংলোয় কমিউনিটি হলের কাছে হাসপাতাল মোড়ে পাকা সড়কে এমন দৃশ্য এই প্রতিবেদকেরও চোখে পড়েছে৷ বাসিন্দাদের অভিযোগ পেয়ে তা ক্যামেরাবন্দীও করা হয়৷ এখন দেখার প্রশাসন কবে এবিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়৷ আপাতত সেদিকেই চেয়ে রয়েছেন বাসিন্দারা৷