|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবস ” পালন করলো মালদা জেলা স্বাস্থ্য দপ্তর ।স্বাস্থ্য বিভাগের উদ্যোগে
জেলার আই এম এ ভবনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দিবসের এই অনুষ্ঠানে নজর কারে পঞ্চানন্দপুরের স্নেহা মনোজ ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাননীয় সৈয়দ জাহাঙ্গীর সিরাজ । উপস্থিত ছিলেন ডি.এম.ও(AYUSH) অলোক চক্রবর্তী মহাশয়।
এই যোগা অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চানন্দপুরের মনোজ দাস ও তার মেয়ে স্নেহা দাস। অনুষ্ঠানে মালদা মেডিক্যাল এর প্রায় ২০০ জন নার্সিং ছাত্রী অংশগ্রহণ করে । সবাই কে যোগ প্রশিক্ষণ দেন মনোজ দাস ও স্নেহা দাস । অনুষ্ঠান শেষে মালদা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ত্যাগরুপানন্দ মহারাজ তার ভাষণে যোগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।
এবং বর্তমানে শরীর চর্চা ও শরীর সুস্থ সবল রাখার জন্য যোগের উপকারিতার কথা বলেন ।এই অনুষ্ঠানে পঞ্চানন্দপুর থেকে আগত স্নেহা দাস ও তার বাবা মনোজ দাসের যোগব্যায়াম সকলের নজর কারে ।