মেমারি জাতীয় সড়কে আজ এক ভয়াবহ দুর্ঘটনা

সেখ সামসুদ্দিন : মেমারি বিধানসভা এলাকায় তিনটি দুর্ঘটনা ঘটল। জাতীয় সড়কে আজ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি চারচাকার উপর উল্টে গেল লোহার স্ক্র‍্যাপ বোঝাই ট্রাক। দুর্ঘটনায় জখম হন চালক সহ দু’জন। যার মধ্যে চারচাকা গাড়ির চালকের আঘাত গুরুতর। জখম দু’জনকে ভর্তি করা হয়েছে বর্ধমানের ট্রমা কেয়ার অনাময় হাসপাতালে। হুগলীর দশঘড়ার কৃষ্ণপুরের বাসিন্দা অরুণ ঘোষ নামে এক ব্যবসায়ী ব্যবসার কাজে তিনি বর্ধমান যাচ্ছিলেন। ২ নম্বর জাতীয় সড়কের মেমারি থানার কানাইডাঙ্গা এলাকায় তার ছোট চার চাকার গাড়ির উপর একটি ১২ চাকার ট্রাক উল্টে যায়। গ্রামবাসীরা প্রথমে উদ্ধারের কাজে এগিয়ে আসে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।গ্রামবাসীরা ও পুলিশ তাদের উদ্ধার করে ট্রমা কেয়ার অনাময় হাসপাতালে পাঠায়।চালকের নাম প্রণয় দাস।
ব্যবসায়ী অরুণ ঘোষ বলেন বর্ধমান যাওয়ার পথে জাতীয় সড়কে একটি লোহা বোঝাই লরি তাদের গাড়ির উপর উল্টে যায়। লোহা বোঝাই গাড়িটি প্রথমে চারচাকার গায়ে ধাক্কা মারলে চালক ভয় খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মেরে পাল্টি খায়। ওই সময়ে চারচাকার উপর লরিটি উল্টে যায়। প্রায় চল্লিশ মিনিট ধরে চালক ও ব্যবসায়ী অরুণ ঘোষ ওই ভাবে আটকে থাকেন। ক্রেন দিয়ে লরি সরিয়ে তাদের উদ্ধার করা হয়। অপরদিকে পালসিটে জাতীয় সড়কে ট্রাফিক গার্ডের ঝিকঝাক ক্রশ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালি বোঝাই ট্রাক উল্টে যায়। অল্পের জন‍্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল। শ্রীপুরের বাসিন্দা অর্পন মল্লিক নাম একটি শিশু বালি চাপা পড়লেও দ্রুততার সঙ্গে তাকে বালি সরিয়ে উদ্ধার করার ফলে আঘাত গুরুতর হয়নি। ট্রাকের খালাসী আহত হন কিন্তু চালক পলাতক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেন দিয়ে গাড়ি সরিয়ে রাস্তা ক্লিয়ারের ব‍্যবস্থা করে। এছাড়াও মেমারির নুদিপুর মোড়ে জিটিরোডে একটি বেপরোয়া গতিতে মারুতি গাড়ি একটি বাইককে ধাক্কা মারে। বাইকে চালক সহ দুই মহিলা ছিলেন।একজন মহিলা ষাটোর্ধ যিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা বাকি দুজনও আহত হন, তাদের মেমারি হাসপাতালে পাঠানো হয়। এলাকার জনপ্রতিনিধি তথা জেলা যুব সাধারণ সম্পাদক নিত‍্যানন্দ ব‍্যানার্জী দাবি করেন নুদিপুর মোড়ের সংযোগস্থলে ও রাস্তায় কাজ চলা এলাকায় ট্রাফিক ব‍্যবস্থা জোরদার করতে হবে।