পদ্ম ফুলে গন্ডগোল, চাপে বঙ্গ বিজেপি

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন পরেই ভারতবর্ষের পাঁচটি রাজ্যে ভোট। নির্বাচন কমিশন দিনক্ষণ ঠিক করে দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রার্থী ঘোষণা প্রায় শেষের দিকে কিন্তু প্রার্থী ঘোষণা হওয়ার পরই বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াই। তৃণমূল কংগ্রেসের একটা বিরাট অংশের নেতা নেতৃত্ব কে নিয়ে এবারে ভোটের তালিকা সাজিয়েছে বিজেপি, তৃণমূল থেকে সদ্য যাওয়া ব্যক্তিরা প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে যারা বিজেপি করে আসছে তাদের তালিকায় নাম না থাকায় রাজ্যজুড়ে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব।

    সাগর থেকে পাহাড় প্রতিটি কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য আসছে। রাজারহাট গোপালপুরে শমীক ভট্টাচার্য, মালদা সাহাপুর, হরিরামপুর, রায়গঞ্জ প্রভৃতি বিধানসভাতে পার্থী পছন্দ না হওয়ায় নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে বিজেপি কর্মীরাই। বিজেপি কর্মীদের একাংশের দাবি যে তৃণমূল কর্মীরা দীর্ঘদিন তাদের উপরে অত্যাচার করে এলো তারা এখন বিজেপিতে এসে আমাদের উপর ছড়ি ঘোরাবে এটা আমরা মেনে নেব না। পছন্দের প্রার্থী না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।