বাংলা কবিতা উৎসব রামপুরহাটে

আলিফ ইসলাম : ০৭ মে,রামপুরহাটের অনুভূতির ডানা পত্রিকার উদ্যোগে বাংলা কবিতা উৎসব আয়োজিত হল ০৭ মে রামপুরহাট রেলওয়ে ইনস্টিটিউট হলে।প্রায় পঁচাত্তর জন কবি কবিতা পাঠে অংশগ্রহণ করেন। সকাল ০৯টা থেকে রাত প্রায় ১০ টা পর্যন্ত কবি শঙ্খ ঘোষ মঞ্চে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত, শ্রুতি নাটক,কথানাট্য, আলোচনা , বক্তব্য প্রভৃতি পরিবেশিত হয়। লিটল ম্যাগাজিন সংগ্ৰহশালার উদ্বোধন করা হয়, উদ্বোধন করেন লিটল ম্যাগাজিন এর পুরোধা ব্যক্তিত্ব স্বনামধন্য সন্দীপ দত্ত। সন্দীপ দত্ত,আশিস বন্দোপাধ্যায়, তৈমুর খান,মধুমঙ্গল বিশ্বাস, অমিতাভ বন্দোপাধ্যায়,বিভাস রায়চৌধুরী,মহম্মদ মতিউল্লাহ, রাজীব ঘাঁটি, সমরেশ মন্ডল,মণিশংকর মণি,বিনয় হাজরা,সঞ্জয় মুখোপাধ্যায়, অসিকার রহমান, অরবিন্দ সরকার, নূর হোসেন,সেখ জাহাঙ্গীর, সৈয়দ ম‌ইনুদ্দিন, সুফি রফিক উল ইসলাম, ফাল্গুনী ভট্টাচার্য,বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়,বিপ্লব গঙ্গোপাধ্যায়,তপন গোস্বামী, বাসুদেব কর্মকার, নাসের ওয়াদেন, নীলোৎপল গঙ্গোপাধ্যায়, মতিয়র রহমান, অনিমেষ মন্ডল,প্রদীপ কবিরাজ প্রমুখ কবি সন্মেলনে উপস্থিত ছিলেন।এই মঞ্চে চারজনকে “ডানা”সন্মান এবং চারজনকে মরণোত্তর স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।