চন্দ্রপাড়া গুলশানে মোস্তফা মাদ্রাসার এক বিরাট জলসা

চন্দ্রপাড়া গুলশানে মোস্তফা মাদ্রাসার এক বিরাট জলসা

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : মালতিপুর বিধানসভা অন্তর্গত চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া অঞ্চলের চন্দ্রপাড়া গুলশানে মোস্তফা মাদ্রাসার উন্নতিকল্পে এক বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়। উক্ত জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কো- অর্ডিনেটর আব্দুর_রহিম_বক্সী। পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দ্রপাড়া অঞ্চলের নেতৃত্ববর্গ আব্দুর রহিম বক্সী। ঐ জলসা কমিটির ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আর্থিক সাহায্য তুলে দেন এবং আগামীতে এই মাদ্রাসার উন্নতির জন্য সর্ব প্রকার সাহায্য করবেন বলে মাদ্রাসা কমিটিকে আশ্বাস দেন। তিনি নিজ বক্তব্যর মাধ্যমে মানুষে মানুষে ভাতৃত্ত্ববোধ, শান্তি, সম্প্রীতি ঐকতা অক্ষুন্ন রাখার আহব্বান জানান।