|
---|
মালদা: মালদার ইংরেজবাজার এর বাসিন্দা এক গৃহবধূ বৃহস্পতিবার সকালে একসাথে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার সকালে তার প্রসব যন্ত্রণা উঠলে তাকে মালদার চন্দন পার্ক এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
প্রথমে চিকিৎসকরা অস্ত্রোপাচারের কথা ভাবলেও কার্যত অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। অস্ত্রপ্রচার ছাড়াই নির্বিঘ্নে চিকিৎসক , নার্স, স্বাস্থ্যকর্মীদের মিলিত প্রচেষ্টায় ওই গৃহবধূ একসাথে তিনটি কন্যা সন্তানের জন্ম দেয়। ওই গৃহবধূর স্বামী পেশায় কাঠমিস্ত্রি। তাদের একটি কন্যা সন্তান বর্তমান রয়েছে।
গৃহবধূর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আর্থিক অবস্থা ভালো নয়। সেই কারণে তাদের অনুরোধ সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ যেন যতটা সম্ভব চিকিৎসার ব্যয়ভার কমিয়ে দেয়। নার্সিং হোমের পরিষেবায় তারা সন্তুষ্ট।