|
---|
উত্তরপ্রদেশ ধর্ষণ কাণ্ড নিয়ে মালদা জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক
নতুন গতি, মালদা : উত্তরপ্রদেশ ধর্ষণ কাণ্ড নিয়ে মালদা জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যসভার সংসদ তথা জেলা সভাপতি মৌসম বেনজির নূর। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র শুভময় বসু, সুমলা আগরওয়াল, কো-অর্ডিনেটর দুলাল সরকার, অম্লান ভাদুরি , তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যরা। এদিন উত্তরপ্রদেশ কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে একহাত নেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। এ বিষয়টি নিয়ে লোকসভায় এবং রাজ্য নেতৃত্বে নির্দেশমতো জেলাজুড়ে আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান তিনি।