দলিত মেয়েকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কলকাতায় বিভিন্ন সংগঠনের দ্বারা বিশাল বিক্ষোভ মিছিল

নতুন গতি ওয়েব ডেস্ক : আজ পাকসারকাস ৪ নম্বর ব্রিজ থেকে পাক সার্কাস ৭ পয়েন্ট পর্যন্ত একটি বিশাল মিছিলের আয়োজন করে বিভিন্ন সংগঠন। উত্তরপ্রদেশে দলিত ও মুসলমানদের উপর ও মানসিক অত্যাচারের প্রতিবাদে এবং সম্প্রতি উচ্চবর্ণের কিছু যুবক দ্বারা এক দলিত মেয়েকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজকের এই মিছিল ও সভার আয়োজন করা হয়।

     

    আজকের এই সভা মানবাধিকার সংগঠন বন্দিমুক্তি কমিটি এবং ভিম আর্মি ও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পক্ষ থেকে আয়োজন করা হয়। পপুলার ফ্রন্ট এর পক্ষে মাসুদুল ইসলাম, ভীম আমাদের পক্ষ থেকে শিব শংকর দাস এবং বন্দিমুক্তি কমিটির পক্ষ থেকে ছোটন দাস সহ ইমতিয়াজ আহমেদ মোল্লা মানিক ফকির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ বিভিন্ন ব্যক্তি বক্তব্য রাখেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মিছিলে কয়েক হাজার লোক যোগদান করেন।

     

    আজকের এই সম্মেলন থেকে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির সদস্য মাসুদুল ইসলাম মহাশয় বলেন – বিজেপি সরকারের দ্বারা দেশ ব্যাপী যেই মুসলিম ও দলিত দের উপর নির্যাতন চলছে তার বিরুদ্ধে আজকের এই সম্মেলন, তিনি বলেন আজকেই শেষ নয়। শুরু হলো আজ থেকে, আগামীতে দেশের বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াবে। তিনি বলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি সামাজিক সংগঠন, দেশের হিন্দু মুসলমান সকলের ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলে আসছে। আগামীতেও এই ভাবেই আওয়াজ তুলে যাবে।

     

    কিছুদিন আগে মুর্শিদাবাদ জঙ্গি সন্দেহে কয়েকজন কে গ্রেফতার করার বিষয়ে তিনি বলেন – কেন্দ্র সরকার NIA এরkমাধ্যমে অন্যায় ভাবে রাতের অন্ধকারে তাদের বাড়িতে গিয়ে সাদা কাগজে সই করিয়ে কেন্দ্র বাহিনী দিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কে পাশে রেখে কেন্দ্র সেনা বাহিনীর দাঁড়ায় কার্যকলাপ চালায় কেন্দ্র সরকার। তিনি বলেন আগামীতে বিধানসভা নির্বাচন তার জন্যেই বাংলায় একটি সাম্প্রদায়িক ঘটনা তৈরি করতে চাই বিজেপি সরকার ।