পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের চাণ্ডুলী হাইস্কুলের পাশে ব্রক্ষানী নদীর ওপার এলাকার কলাডাঙ্গায় এক অজানা জন্তুর আগমন ঘিরে ব্যাপক চাঞ্চল্য

পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের চাণ্ডুলী হাইস্কুলের পাশে ব্রক্ষানী নদীর ওপার এলাকার কলাডাঙ্গায় এক অজানা জন্তুর আগমন ঘিরে ব্যাপক চাঞ্চল্য

    রাহুল রায়,নতুন গতি, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের চাণ্ডুলী হাইস্কুলের পাশে ব্রক্ষানী নদীর ওপার এলাকার কলাডাঙ্গায় এক অজানা জন্তুর আগমন ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুপুরবেলায় এলাকাবাসীরা মাঠে যাওয়ার সময় বাঘের মত একটি জন্তু দেখতে পায়,জন্তুটির গায়ে ছাপ ছাপ দাগ দেখা যায়। আদিবাসীরা ওই এলাকায় শিকার করতে গিয়ে আজকে সেই জন্তুকে দেখতে পায় এবং হাতের সামনে পেয়ে জন্তুটিকে পিটিয়ে মেরে ফেলে।
    বাঘের মতো দেখতে ওই জন্তু মেছো বিড়ালকে দেখতে পেয়ে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এলাকাবাসীরা পুলিশের ভয় দেখায় আদিবাসীদেরকে,ভয় পেয়ে আদিবাসীরা মৃত মেছো বিড়ালকে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। মেছো বিড়াল দেখতে এলাকাবাসীরা ভীড় জমায়। ঘটনা স্থলে বন দপ্তরের কর্মীরা উপস্থিত হয়। বন দপ্তরের কর্মীদের সহযোগিতায় মৃত মেছো বিড়ালকে ময়না তদন্তের জন্য বর্ধমান নিয়ে যাওয়া হয়।