লরির ধাক্কায় মৃত্যু হল মহিলার, রায়দিঘী থানার পুলিশ তদন্ত নেমে অভিযুক্ত চালককে গ্রেফতার করে আদালতে পাঠালো

রায়দিঘী নুরউদ্দিন:ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘী বিধানসভার কাশিনগর শংকর রোডের কাছে স্বামী-স্ত্রী সাইকেল চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। সেই সময় অতর্কিতভাবে একটি লড়ি এসে ওই দুই ব্যক্তির সাইকেলে ধাক্কা মারে। ধাক্কা লাগা মাত্রই দুজনেই ছিটকে পড়ে যায় এবং পিছনে বসে থাকা বয়স্ক মহিলার পেট ফেটে যায়। ওই মহিলার স্বামীর হাতে এবং মাথায় গুরুতর চোট লাগে। স্থানীয়রা তড়িঘড়ি করে দুজনকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে, অন্যদিকে অভিযুক্ত লরি চালক পালাতোক ছিলেন,।

    তারপর রায়দিঘী থানার পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে অভিযুক্ত লরি চালককে বুধবার দিন রাতে রায়দিঘীর বয়ারগদি এলাকা থেকে গ্রেফতার করে আজ ডায়মন্ডহারবার আদালতে পাঠালো। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 279,338 আই পি সি ধারায় মামলা রুজু করেছে রায়দিঘী থানার পুলিশ।

     

    রায়দিঘী থেকে নুরউদ্দিনের রিপোর্ট।