|
---|
নিজস্ব সংবাদদাতা : অত্যাধুনিক চিকিৎসার সাহায্যে মা হলেন পঞ্চাশোর্ধ্ব এক মহিলা। আরামবাগের একটি বেসরকারি টেস্ট টিউব বেবি ক্লিনিকে আধুনিক চিকিৎসায় কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। বিয়ের ২৭ বছর পরেও নিঃসন্তান ছিলেন হুগলির আরামবাগ কামারপুকুরের এক দম্পতি। অবশেষে ভাগ্যের চাকা ঘুরে তাঁদের ঘর আলো করে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান।
এর নেপথ্যে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। ৫২ বছর বয়সী টুম্পা রানা ও তার স্বামী লক্ষ্মীকান্ত রানা নিজেদের সন্তানের মুখ দেখবেন বলে নানা জায়গায় ছুটে বেড়িয়েছেন।অবশেষে আরামবাগের একটি বেসরকারি টেস্ট টিউব বেবি সেন্টারের আধুনিক চিকিৎসায় তাদের কোল আলো করে জন্ম নিল ফুটফুটে ওই কন্যা সন্তান। এত বেশি বয়সে এসে সন্তান প্রসবের ঘটনায় খুশি দম্পতি। একই সঙ্গে এই ঘটনাকে চিকিৎসা শাস্ত্রের বড় সাফল্য বলে মনে করছেন ওই ক্লিনিকের ডাক্তাররা।