প্রকাশিত হলো আব্দুল আলিমের দুটি গ্রন্থ ‘শাহজাদা আওরঙ্গজেব’ ও ‘আকবর এক ব্যতিক্রমী মুঘল’

নতুন গতি নিউজ ডেস্ক: আব্দুল আলিমের ঐতিহাসিক উপন্যাস ‘শাহজাদা আওরঙ্গজেব’ ও ইতিহাসগ্রন্থ ‘আকবর এক ব্যতিক্রমী মুঘল’ প্রকাশিত হয়েছে কলকাতার দেশ প্রকাশণ থেকে। বই দুটি প্রকাশনীর নির্দিষ্ট স্টল ও কলেজ স্ট্রীটের বিভিন্ন বিপনন কেন্দ্র ছাড়াও পাওয়া যাচ্ছে ‘ফ্লিপকার্ট’ ও ‘লেখালেখি’ ওয়েবসাইটে।

    ১৬০ পৃষ্ঠার বৃহৎ পরিসরের ‘শাহজাদা আওরঙ্গজেব’ উপন্যাসটির প্রতিটি পৃষ্ঠায় উঠে এসেছে অন্যতম মুঘল শাসক সম্রাট আওরঙ্গজেবের ফেলে আসা অজানা ইতিহাস। ‘শাহজাদা আওরঙ্গজেব’ বাংলাভাষায় প্রথম উপন্যাস যেটি আওরঙ্গজেবকে কেন্দ্র করে লেখা হয়েছে। শুধু তাই নয় এর আগে যতগুলো ঐতিহাসিক উপন্যাসে সম্রাট আওরঙ্গজেবের চরিত্র তুলে ধরা হয়েছে সেগুলিতে মূলত তাঁকে একজন হিন্দু বিদ্বেষী, প্রজাপীড়ক, ধর্মান্ধ গোঁড়া মুসলিম শাসক হিসেবেই চিহ্নিত করা হয়েছে। কিন্তু ‘শাহজাদা আওরঙ্গজেব’ উপন্যাসে লেখক মুহাম্মাদ আব্দুল আলিম সেই প্রচলিত ধারা থেকে ভিন্ন পথে হেঁটে সম্রাট আওরঙ্গজেবকে একজন মহান শাসক হিসেবেই দেখিয়েছেন।

    আব্দুল আলিমের ২০০ পৃষ্ঠার বৃহৎ পরিসরের ‘আকবর এক ব্যতিক্রমী মুঘল’ ইতিহাসগ্রন্থটি মুঘল সম্রাট জহিরুদ্দিন মুহাম্মাদ বাবরের জীবনকে কেন্দ্র করে লেখা হয়েছে। আকবরকে বেশ কিছু ঐতিহাসিক ‘দ্য গ্রেট মুঘল’ উপাধিতে ভূষিত করেন। কারণ তিনি ধর্মের ব্যাপারে যথেষ্ট উদারনীতি অবলম্বন করেছিলেন। সেজন্য তিনি হিন্দু ও ইসলাম ধর্মের সমন্বয়ে এক নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন যার নাম ছিল ‘দীন-ই-ইলাহী’। আবার অনেকে সম্রাট আকবরের বিভিন্ন নীতিকে চরম সমালোচনাও করেছেন। যাইহোক আকবরের জীবনের বিভিন্ন দিক নিয়ে এই গ্রন্থে আলোচনা করা হয়েছে। নতুন তথ্যে সম্বলিত এই ইতিহাস গ্রন্থটির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।
    ফ্লিপকার্ট ও লেখালেখি সাইটে ‘শাহজাদা আওরঙ্গজেব’ উপন্যাসটি ২২০ টাকা ও ‘আকবর এক ব্যতিক্রমী মুঘল’ ইতিহাসগ্রন্থটি ২৫০ টাকায় সংগ্রহ করা যাবে।