|
---|
শিলিগুড়ি: গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডি আই আর বিশেষ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে হেরোইন ও নেশার ট্যাবলেট উদ্ধার করে, আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। তারা হলেন যথাক্রমে আসাম এবং মনিপুরের বাসিন্দা।
বুধবার সকালে জংশনের তেনজিং নরগে বাস স্ট্যান্ড এর আশেপাশে ওই দুইজনকে সন্দেহভাজন অবস্থা ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর ডি আই আর আধিকারিকরা আটক করে জিজ্ঞাসাবাদ করে , এরপর তাদের ব্যাগ তল্লাশি করে 550 গ্রাম হেরোইন এবং 10000 পিস নেশার ট্যাবলেট উদ্ধার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় সুদূর মায়ানমার থেকে তাদের কাছে নেশার সামগ্রী এসে পৌঁছায়। তাদের উদ্দেশ্য ছিল শিলিগুড়ি হয়ে কলিয়াচকে যাওয়া।