|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে বিক্রি হচ্ছে বিষাক্ত ফুচকা, অভিযোগ কম টাকায় বেশী ফুচকা বিক্রি হচ্ছে শিলিগুড়িতে।শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় ঠেলাগাড়িতে করে বিক্রি হয় ফুচকা।এই খাবার এমন একটা জিনিস যেটা আট থেকে আশি সবার কাছেই প্রিয়।সেই সূযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যাবসায়ী বিক্রি করছেন এই বিষাক্ত ফুচকা।যেটা খেলে শরীরের ক্ষতি না হলেও পরবর্তিতে ভয়ানক ক্ষতি হতে পারে অনেকেরই।
এই ফুচকা বিক্রি করে এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ী রোজগার করে চলেছেন লক্ষ লক্ষ টাকা।সারা শিলিগুড়ি শহরে প্রায় কয়েক হাজার ফুচকার ষ্টল আছে তাই পুরসভার পক্ষে সম্ভব নয় সব জায়গায় গিয়ে দেখা জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।তিনি জানান আমরা এর মধ্যেই একটা দল তৈরী করে সারা শিলিগুড়িতে যত খাবারের দোকান এবং ষ্টল আছে তা পরিক্ষা করবো।তারপরে আমরা পদক্ষেপ নেব বলে জানালেন তিনি।