শিলিগুড়ির সূর্যনগর মাঠকে বিভিন্ন সময়ে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে

নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ির সূর্যনগর মাঠকে বিভিন্ন সময়ে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। সেখানে হচ্ছে মেলা ও অন্যান্য অনুষ্ঠান।এরফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে খেলার মাঠ।এমনই অভিযোগ পেয়ে শনিবার সূর্যনগর মাঠ পরিদর্শন করলেন পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন।তিনি অভিযোগ করেন শিলিগুড়ি শহরের বিভিন্ন মাঠে খেলাধুলার কোন পরিবেশই নেই। শুধুমাত্র সম্বর্ধনা এবং অন্যান্য অনুষ্ঠান চলছে। মাঠ এবং মাঠের পরিবেশ নষ্ট করে দিয়েছে এই তৃণমূল পরিচালিত পুরবোর্ড। কেউ আর সন্ধ্যায় মাঠে বসে আড্ডা দিতে পারেন না। ছোট ছোট ছেলেমেয়েদের খেলার পরিবেশ এবং পরিস্থিতি একেবারেই নেই বললেই চলে। স্থানীয় মানুষের অভিযোগ বিকেল হলেই তাদের ছেলেমেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মাঠে খেলতে পারছে না বলে।তাই আজ থেকে আমাদের বিক্ষোভ শুরু হল। আমাদের অনুরোধ আমাদের আবার মাঠের পরিবেশ ফিরিয়ে এনে দাও। আমরা চাই না এত অনুষ্ঠান এবং এত সম্বর্ধনা। যেখানে আমাদের ছেলেমেয়েরা ছোটাছুটি করতে পারছে না,কি হবেএইসফ করে।তারা জানালেন এর পরেও যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে তারা “টক টু মেয়র “এ অভিযোগ জানাবেন।