ধূপগুড়ি আলাদা মহকুমার প্রতিশ্রুতি অভিষেকের

দেবজিৎ মুখার্জি, জলপাইগুড়ি: “আগামী ৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে” এক সভামঞ্চ থেকে ধুপগুড়িবাসীদের প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দোপাধ্যায়। সভামঞ্চ থেকে বিজেপিকেও একহাত নেন তিনি।

     

    তিনি বলেন, ‘আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি এলাকাকে আলাদা করে মহকুমা হিসেবে ঘোষণা করা হবে। তার জন্য যা করার আমি তাই করব’। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘আপনারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিলেন বিধানসভা ভোটে। কিন্তু তারা কেউ আপনাদের দাবি নিয়ে বিধানসভায় কথা বলেননি। ওরা কেবল বাংলা ভাগের কথা বলছে। কিন্তু আপনাদের উন্নয়নের কথা ভাবছে না’।