|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং যুগ্ম রেজিস্ট্রারকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ। জানা গিয়েছে, অধ্যাপক রানা রায় নামে একজনের নাম করে পোস্টকার্ডে ওই হুমকি বার্তা পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “সৌরভকে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। দেখে নেব, ওঁর বিরুদ্ধে কিছু করলে। রিভলবারের একটি গুলিই যথেষ্ট…!” এই ঘটনায় যাদবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।