আকাশে সূর্য মামার কড়া করা পাহারার ইতি! কালো মেঘ, ইলশেগুঁড়ি বৃষ্টি , ফিরলো স্বস্তি

নিজস্ব সংবাদদাতা :গত কিছুদিন যাবৎ, অস্বস্তিকর গরমে ভুগছিল গোটা রাজ্য। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, পাহাড় থেকে সমতল পাল্লা দিয়ে বাড়ছিল তাপমাত্রা। তবে স্বস্তিদায়ক পরিস্থিতি হতে চলেছে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে বর্ষার আগমন ঘটবে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সহ বেশ কিছু জেলায় বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

    আজ সকাল থেকেই শিলিগুড়ির আকাশ মেঘলা। এই কয়দিন সকাল হতে সূর্যি মামার করা পাহারার কারণে ঘেমে নেয়ে এক সার শহরের আমজনতা। আজ কিন্তু পরিস্থিতির রদ বদল, সকাল থেকেই দেখা নেই সূর্য মামার। বদলে আকাশ কালো মেঘে ঢাকা, সাথে ঝিরঝিরি বৃষ্টি। যেকোনো সময় মুষলধারে বৃষ্টি হবার সম্ভাবনা। সব মিলিয়ে পরিস্থিতি স্বস্তিদায়ক। শহরের মানুষ কিছুটা হলেও আবার প্রাণ ফিরে পেয়েছেন!

    এই কয়দিন ধরে শিলিগুড়ির তাপমাত্রা রীতিমতো অস্বস্তিদায়ক ছিল। এক মুহূর্ত ফ্যান ,এসি ছাড়া রেহাই পাওয়া যাচ্ছিল না। তারই মধ্যে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট মানুষের জীবন বিপর্যস্ত করে দিচ্ছিল। এবার শহর শিলিগুড়িতে রেকর্ড পরিমাণে এসি বিক্রি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাপিয়ে গেছে, শিলিগুড়ি লাগাওয়া বাগডোগরা থেকে তাপমাত্রা ৪২ ডিগ্রির আশেপাশে উঠে যায়। তবে আজ থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলা যেতেই পারে, আকাশে মেঘ স্বস্তি দিয়েছে জনজীবনকে।