|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের শীতলা পাড়া এলাকায় থাকেন মহাদেব। গতকাল রাতে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী সোমা। তড়িঘড়ি তাঁকে শিলিগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। সার্জিক্যাল ওয়ার্ডে রোগীকে ভর্তি করে নেন চিকিৎসক। আজ দুপুর বারোটায়যথারীতি হাসপাতাল থেকেই সোমাকে খাবার দেওয়া হয়। মহাদেব ঘোষের অভিযোগ, হাসপাতাল থেকে তাঁর স্ত্রীকে যে খাবার দেওয়া হয়েছিল, তাতে একটি পোকা ছিল! শুধু তাই নয়, ঘটনাটি যখন ওয়ার্ডে কর্তব্যরত নার্সকে জানান সোমার পরিবারের লোকেরা, তখন তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। সোমা ঘোষের পরিবারের লোকের দাবি, তাঁদের হাত থেকে খাবারটি নিয়ে তড়িঘড়ি ফেলে দিতে যান শিলিগুড়ি মহকুমা হাসপাতালে কিচেন স্টাফ। তবে শেষরক্ষা হয়নি। বরং ঘটনাটি জানাজানি হয়ে যায় এবং হাসপাতালে শোরগোল পড়ে যায়।
এদিকে ঘটনার পর পোকা-সহ খাবারের থালাটি নিয়ে সটান শিলিগুড়ি মহকুমা হাসপাতালে সুপারের ঘরে চসে যান সোমা ঘোষের পরিবারের লোকেরা। কিন্তু সুপার তখন ছিলেন না হাসপাতালে।পরে যখন তিনি আসেন তাকে জিঞ্জাসা করা হলে তিনি জানান তিনি গোটা ঘটনাটা শুনেছেন। তবে তিনি জানিয়েছেন এটা অনিচ্ছাকৃত ঘটনা,এই ঘটনার জন্য কাউকে দোষ দেওয়া যায় না।তবে মহাদেব ঘোষ জানান তিনি বিষয়টি নিয়ে মেয়রের কাছে যাবেন।