|
---|
আলিপুরদুয়ার: কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় দুর্ঘটনায় আহত অটো চালকের শুক্রবার চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল । গত ১১ এপ্রিল কালচিনি ব্লকের দলসিংপাড়া স্টেশন লাইন এলাকায় পথ দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হন জয়গাঁর বাসিন্দা অটো চালক প্রণব দে সরকার ।
পরবর্তীতে তাকে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য পাটনায় নিয়ে যায় । গত ২৭ এপ্রিল তাকে পাটনা থেকে জয়গাঁয় নিজ বাড়িতে নিয়ে আসা হয় । পরিবারের সদস্যরা জানান সে সুস্থ ছিল । কিন্ত গতকাল আচমকা অসুস্থ বোধ করলে প্রণব দে সরকারকে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা । লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । শুক্রবার কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে ।তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে।