কেশপুর থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

পশ্চিম মেদিনীপুর: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের হাহাকার পড়ে। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিজনেরা রক্তের জন্য সমস্যায় পড়ে। গ্রীষ্মের দাবদাহে যখন সমাজে রক্তের প্রয়োজন পড়ে তখনই এগিয়ে এসেছে সামাজিক সংগঠন গুলি। রক্তের সংকট নিরসনে আইন শৃঙ্খলার রক্ষা করার পাশাপাশি রক্তদান উৎসবে ব্রতী পুলিশ।

    শুক্রবার কেশপুর থানার উদ্যোগে কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের রক্তদান উৎসবে রক্ত দেন কেশপুর সি আই প্রনবেশ মাহাতো, কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি, সহ ৮৫ জন কেশপুর থানার সিভিক ও পুলিশ কর্মীরা। ‌অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ জানান শুধুমাত্র রক্তের চাহিদা মেটানোর জন্য নয় নিজেদের শরীরকে ঠিক রাখার জন্য রক্ত দেওয়া প্রয়োজন। মানুষের শরীরে বছরে একবার রক্ত দিলে শরীরে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায় বলে জানান তিনি।

    এদিন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ,কেশপুর বিডিও দীপক কুমার ঘোষ, সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি, শিক্ষা কর্মাধ্যক্ষ সামসেদা বেগম সহ বিশিষ্ট জনেরা।