একসাথে দুটি প্রকল্পের উদ্ধোধনে খুশি গোটা গ্রামবাসী

উজির আলি, নতুন গতি, মালদা: গ্রামে একসাথে উচ্চবাতিস্তম্ভ ও সজল ধারা প্রকল্পের জলাধার উদ্ধোধনে খুশি গ্রামবাসীরা।মঙ্গলবার সন্ধ্যায় মালদহের চাঁচল-১ নং ব্লকের মতিহারপুর পঞ্চায়েত লাগোয়া সন্তোষপুর স্ট‍্যান্ডে জলাধারের উদ্ধোদন করা হয়।এবং কাতলামারীতে ঈদগাহের পাশে একটি উচ্চবাতি স্তম্ভ উদ্ধোধন করা হয়েছে।দুটি প্রকল্প ফিতে কেটে উদ্ধোধন করেন,মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সদস‍্য হায়াতুল ইসলাম।

    তিনি জানান,এলাকাবাসীর দাবি মেনে ঈদগাহের পাশে তাথা জনবহুল গ্রাম কাতলামারিতে ২০২০-২১ অর্থবর্ষের পঞ্চদশ অর্থকমিশনের দুই লক্ষ বরাদ্দে বাতি স্তম্ভ বসানো হয়েছে।

    এছাড়াও,সন্তোষপুর স্ট‍্যান্ডে ২০১৯-২০ অর্থবর্ষের চতুর্থদশ কমিশনের তহবিলে ০৪,৯৫,০০০ বরাদ্দকৃতে সজল ধারা প্রকল্পের একটি জলাধার বসানো হয়েছে।একসাথে দুটি প্রকল্প পেয়ে খুশি গ্রামবাসি।বাসিন্দা আজাত হোসেন বলেন,আমাদের দীর্ঘদিনের দাবি পূর্ণ হল।তাতে আমরা খুশি।