রিলায়েন্স ফাউন্ডেশন ও ইফকো এর সহযোগিতায় চাষীদের নিয়ে মাটি পরীক্ষা শিবির কুলতলিতে

সাকিব হাসান, নতুন গতি, কুলতলি : দক্ষিণ 24 পরগনা জেলায় কুলতলী ব্লকে দেবীপুর গ্রামে রিলায়েন্স ফাউন্ডেশন ও ইফকো এর সহযোগিতায় চাষীদের নিয়ে একটি বিনা পয়সায় মাটি পরীক্ষা শিবির (Soil testing camp) অনুষ্ঠিত হলো ও ওই ক্যাম্পে রিলায়েন্স ফাউন্ডেশন থেকে বেশকিছু চাষি ভাইদের কিছু মাক্স বিতরণ করা হয়।

     

    এই শিবিরে ৬১ জন চাষী ৮০ টি মাটির স্যাম্পল নিয়ে আসেন মাটি টেস্ট করে কিছুদিনের মধ্যে উনাদের হাতে সয়েল হেলথ কার্ড তুলে দেওয়া হবে বলে জানানো হয়। ওই গ্রামের চাষিরা। আগামী দিনে রিলায়েন্স ফাউন্ডেশন এরকম বিনা পয়সায় মাটি পরীক্ষা শিবির দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকে অনুষ্ঠিত হবে বলেও জানান। রিলায়েন্স ফাউন্ডেশন এর নিঃশুল্ক সহায়তা নাম্বার ১৮০০৪১৯৮৮০০ তে কল করেও এই সংক্রান্ত তথ্য জানা যাবে।

     

    এই ক্যাম্পে উপস্থিত ছিলেন কুলতলী ব্লকে ADA সাহেব ও উপস্থিত ছিল রিলায়েন্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে অনিন্দ্য কুমার মন্ডল ও ইফকো এর তরফ থেকে ফিল্ড ম্যানেজার (FR)অনিরুদ্ধ কোলে ও শ্রী ঝন্টু সিংহ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।