দুই বছর থমকে থাকার পর আবার জমজমাট জলপাইগুড়ির রথযাত্রা

নিজস্ব সংবাদদাতা: রথ ঘুরল গোটা শহর ।জলপাইগুড়ি শহরের সবচেয়ে বড় রথ হল গৌরীয় মঠের রথ । আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় রথযাত্রা । এই সময়ে ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে তিনটি রথে চড়েন । দুই বছর করোনার জন্য গৌড়ীয় মঠেই রথ টানা হয়েছিল । কিন্তু এ বছর ফের রথযাত্রা শুরু হল জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় ।এই দিন গৌরীয় মঠে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত ।

    গৌরীয় মঠে জগন্নাথ দেবকে পুজো দিয়ে তার মাসীর বাড়ি যোগোমায়া কালী মন্দিরে রথটি যাত্রা করে । অসংখ্য ভক্ত সামনে জল দিয়ে রাস্তা পরিষ্কার করে জগন্নাথ দেবের । রথের দড়ি টেনে পুণ্য লাভ হয় । তাই সেই রথের দড়ি টানতে ভক্তদের হুড়োহুড়ি করতেও দেখা যায় । পাশাপাশি প্রাচীন আমল থেকেই এই রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ির কালীবাড়িতে এক বিশাল মেলার আয়োজন করা হয়।