|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিন চব্বিশ পরগনা : কুলতলির দেউলবাড়ী দেবিপুর অঞ্চলের বাসিন্দা সুন্দরবনের মেছুয়া টাইগার ফরেস্ট থেকে কাঁকড়া ধরার অনুমতি পত্র নিয়ে, গত মঙ্গলবার দিবাকর বৈদ্যের নৌকায় বাসুদেব বৈদ্য, উজ্জ্বল নস্কর,শঙ্কর মন্ডল, মিঠুন নাইয়া,পবিত্র বিশ্বাস, কাঁকড়া ধরতে যায়। আজ সকালে তারা বাগমারি ফরেস্টের অনতিদূরে কাঁকড়া ধরার দোন ফেলার মুহূর্তে তাদের নজরে পড়ে বিশাল আকারের মাছ, সঙ্গে সঙ্গে তারা মাছ টিকে ধরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওজন করে দেখে ষোল কেজি পাঁচশো। বাড়ি ফিরতে অধিক রাত হওয়ায় মাছটি বাজারে তুলতে পারেনি আজ তারা ক্যানিং মৎস্য আড়তে মাছটি বিক্রির উদ্যশে রওনা হবেন এমনি জানালেন।
কুলতলির দুই বাসিন্দা গত সপ্তাহে বাঘের আক্রমণে একজন আহত ও নিহত হয়েছেন। তার পরেও জীবনের ঝুঁকি নিয়ে মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে তারা। বাঘের আক্রমনে বারে বারে সঙ্গীদের প্রাণ গেলেও তার পরেও কাঁকড়া ধরতে যাচ্ছেন। দারিদ্রতা তাদের পিছু ছাড়ছে না,তাই বিপদ জেনেও তারা নদীতে যাচ্ছেন মাছ কাঁকড়া ধরতে।