মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর ইউনিটের বার্ষিক সাধারণ সভা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা।মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে অনুষ্ঠিত হলো মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের চতুর্থ দ্বি- বার্ষিক সাধারণ সভা।


    রবিবার বিকেলে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা,কার্যকরী সভাপতি ডঃ মিলন কুমার সরকার, সহ-সভাপতি ডঃ প্রসূন কুমার পড়িয়াকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী।সভার শুরুতে শোকপ্রস্তাব উত্থাপিত হয় এবং নীরবতা পালন করা হয়। এদিনের সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া ও আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস। এদিনের সভায় কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার, যুগ্ম- সম্পাদক শুভেন্দু রায়, কোষাধ্যক্ষ রাজকুমার মাইতি,যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু, দক্ষিণ কলকাতা ইউনিটের সম্পাদক সুব্রত মাজী প্রমুখ।সভার সাফল্য কামনা করে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। সম্পাদকীয় প্রতিবেদন ও আয়-ব্যয় হিসাবের উপর আলোচনায় অংশগ্ৰহণ করেন ইউনিটের সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ গোলক বিহারী মাজি, কে ডি কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্টাডিজের এর অধ্যক্ষ ডঃ দুলাল চন্দ্র দাস, গড়বেতা কলেজের অধ্যক্ষ ডঃ হরিপ্রসাদ সরকার, ইউনিটের উপদেষ্টা মন্ডলীর দুই সদস্য অধ্যাপক ডঃ সুরেশ চন্দ্র দাস ও পরিমল মাহাত, ইউনিটের সদস্য তারাপদ বারিক, অমরেশ কর, সদস্যা সবিতা মান্না সহ অন্যান্যরা।সভা শেষে পুনরায় মৃত্যুঞ্জয় খাটুয়াকে সম্পাদক, মানিক চন্দ্র ঘাঁটাকে সভাপতি, ড.মিলন চন্দ্র সরকারকে কার্য্যকরী সভাপতি , ডাঃ অরূপ কুমার দাসকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে দু-জন আমন্ত্রিত সদস্যসহ একুশ জনের নতুন কার্যকরী কমিটি এবং আঠারো জনের উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়। সহ-সভাপতি হিসেবে যথাক্রমে নির্বাচিত হয়েছেন ড.প্রসূন কুমার পড়িয়া,সুজিত মাহাতো,উত্তম কুমার রায়, সহ-সম্পাদক হিসেবে যথাক্রমে নির্বাচিত হয়েছেন অমিতাভ দাস,ড.সুশান্ত দে,দেবীপ্রসাদ নন্দী, সুদীপ কুমার খাঁড়া, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন তারাপদ বারিক।সভাশেষে অধ্যাপক মন্টুরাম জানা উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।