|
---|
নিজস্ব সংবাদাতা,মুর্শিদাবাদ: তৃণমূলে যোগদানের হিড়িক মুর্শিদাবাদের জলঙ্গিতে। জলঙ্গী ব্লকের চোয়াপাড়া অঞ্চলের, অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতির নেতৃত্বে বিরোধীদলে আবারও ভাঙ্গন।
বৃহস্পতিবার ব্লক তৃণমূল দলীয় কার্যালয় অফিসে তৃণমূলে যোগদান এলাকার বিশিষ্ট বাম-কং-বিজেপি কর্মীদের।
আজ চোয়াপাড়া অঞ্চল সভাপতি রনি মন্ডল ও ব্লক সভাপতি তথা চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম রকির হাত ধরে তৃণমূলে যোগদান করেন প্রায় ৩০০ জোন।
এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি রাকিবুল ইসলাম,অঞ্চল সভাপতি রনি মন্ডল, জলঙ্গি অঞ্চল সভাপতি তায়েজুল হক সহ আরো অনেকে।