ফরিদপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষা রত্ন পাওয়ার জন্য সংবর্ধনা স্কুলের পক্ষ থেকে

নিজস্ব সংবাদাতা,মুর্শিদাবাদ:  ফরিদপুর হাই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও বর্তমানে নদীয়ার জানকিনগর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সোহরাব হোসেন।তিনি গত ২৮ শে আগস্ট ২০২১ রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষা রত্ন পুরস্কারের জন্য মনোনীত হন।তার পরে খবর শোনার পরে আনন্দে আত্মহারা হয়ে উঠেন নদীয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলার শিক্ষা মহল থেকে প্রাক্তন ছাত্র ছাত্রী সহ বর্তমান ছাত্র ছাত্রীরা।

    সোহরাব হোসেন তার প্রথম শিক্ষকতা শুরু করেন মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের ফরিদপুর হাই স্কুল ( উ: মা:) ।
    তাই আজ প্রাক্তন ছাত্র ও স্কুলের পক্ষ থেকে শিক্ষা রত্ন পাওয়ার জন্য সোহরাব হোসেন কে সংবর্ধনা জানান হয়।

    এদিন ফুলের তোড়া ও মানপত্র দিয়ে সংবর্ধান জানান বর্তমান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন সহ সহকারী সকল শিক্ষক গণ মিলে।এবং প্রাক্তন ছাত্র ছাত্রীরা উপহার সামগ্রীক তুলে দেন ফরিদপুরের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন কে।

    এদিন স্কুলের প্রথম থেকে শেষ সময় পর্যন্ত আলোচনা করেন শিক্ষা রত্ন শিক্ষক সোহরাব হোসেন।তিনি বলেন যে আমি আজ অনেক আনন্দিত ও গর্বিত যে আমার সহ কর্মী ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেটা আমার কাছে অনেক বড় । তিনি সমস্ত শিক্ষক দের উদ্দেশ্য বলেন যে শুধু স্কুলে আসলে আর ছাত্র পড়াশোনা করলেই প্রকৃত অর্থে শিক্ষক হওয়া যায়না।তিনি তার স্কুলের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

    এদিন স্কুলের বেশ কিছু ছাত্র তাদের স্কুল জীবনের ঘটনা তুলে ধরেন এবং আগামিনে যেনো শিক্ষক সোহরাব হোসেন জাতীয় স্তরের পুরষ্কার পায় সেই প্রার্থনা করেন।