|
---|
নিজস্ব প্রতিবেদক:- এবার চতুর্থবার তলব করা হল তাঁকে। এখন দেখার এই ডাকে তিনি সাড়া দেন কিনা।আবার গরু পাচার কাণ্ডে সিবিআই তলব করল অনুব্রত মণ্ডলকে। আগামী ১৪ মার্চ কলকাতার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগে তিনবার তিনি অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন। এবার চতুর্থবার তলব করা হল তাঁকে। এখন দেখার এই ডাকে তিনি সাড়া দেন কিনা।এই সিবিআইয়ের ডাকাডাকি নিয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, তদন্ত প্রক্রিয়া চালানো যাবে। কিন্তু চার্জশিটে সরাসরি তাঁর নাম না থাকায় গ্রেফতার করা যাবে না। বারবার তাঁর শারীরিক অবস্থার বিষয়টি আইনজীবীরা জানান। তবে ১০৮টি পুরসভা নির্বাচনের ফলাফলের পর তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, আগের থেকে ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ নন।এই গরু পাচার মামলায় সিবিআই তলব নিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন, গরু পাচার মামলায় তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। এমনকী সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। তবে কলকাতায় সিবিআই দফতরে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়। বোলপুরে বাড়ির কাছাকাছি বা কাছাকাছি অন্যত্র ডাকা হলে তিনি যাবেন। আইনজীবী মারফত এই চিঠিও পাঠিয়েছিলেন অনুব্রত মণ্ডল।এখন আবার তাঁকে কলকাতার নিজাম প্যালেসেই ডাকা হয়েছে। সেটা ডাকা হয়েছে ১৪ মার্চ। ফলে হাতে এখনও সময় রয়েছে এক সপ্তাহ। সুতরাং অনুব্রত মণ্ডলের চিঠিতে তেমন কর্ণপাত করেননি তিনি। তবে এবার তিনি যাবেন কিনা তা নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেননি। তাই এই হাজিরার দিনের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।এবার চতুর্থবার তলব করা হল তাঁকে। এখন দেখার এই ডাকে তিনি সাড়া দেন কিনা।