রাজনগরের আগুনে ভস্মীভূত বাড়ি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

    খান আরশাদ, নতুন গতি, বীরভূম :

    বীরভূমের রাজনগরের খোদাইবাগ গ্রামে সোমবার সকালে আগুনে ভস্মীভূত হলো একটি বাড়ি । লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বাড়ির মালিক মুন্না আনসারী জানান সোমবার সকালে হঠাৎ আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ বাড়ি থেকে গ্রাস করে নেয়। প্রতিবেশীরা আশেপাশের কুয়ো এবং পুকুর থেকে জল এনে আগুন নেভাবার চেষ্টা করেন । কিন্তু শেষরক্ষা হয়নি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়িটি । বাড়ির ভেতরে থাকা লক্ষাধিক নগদ টাকাসহ সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে আগুন লাগার সময় কেউ ছিলেননা বলে জানিয়েছেন মুন্না আনসারী। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। বাড়িটিতে তিনটি পরিবার একসঙ্গে বাস করতেন বলে জানান মুন্না ও তার ভাই আব্দুল আনসারী।