শালবীথির উদ্যোগে বসন্ত উৎসব রংমিলান্তি

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সোমবার সকালে মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব “রংমিলান্তি”। “ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান” এই ভাবনা কে সামনে রেখে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য,চিত্রাঙ্কণের মাধ্যমে অনুষ্ঠিত হলো একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি চললো আবির খেলা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান শালবীথির সম্পাদিকা রীতা বেরা সহ অন্যান্য সদস্যারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভানেত্রী পাঞ্চালি চক্রবর্তী।

     

    উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্যা ঝুমঝুমি চক্রবর্তী। উপস্থিত ছিলেন সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, সাহিত্যিক বিদ্যুৎ পাল, সঙ্গীত শিল্পী রথীন দাস, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,সাইক্লার্স ক্লাবের সম্পাদিকা নবনীতা মিশ্র, বাচিক শিল্পী অজন্তা রায়, যন্ত্রসঙ্গীত শিল্পী পরেশ দাস,কবি অভিনন্দন মুখোপাধ্যায়, সিদ্ধার্থ সাঁতরা, নিসর্গ নির্যাস, সৌমেন মন্ডল,সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, সমাজসেবী শিক্ষক খোকন মাহাত, সুব্রত মহাপাত্র, গৌতম ভকত, মণিকাঞ্চন রায়, সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা,স্বাগত মাইতি, শাওন সিংহ চিত্রশিল্পী নরসিংহ দাস, রুহুল আমিন,বিশ্ব বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র, রাজনারায়ণ দত্ত,শ্রাবণী দত্ত,অন্তরা দাস,সবিতা সাহা,মেহুলী দেবনাথ,তাপস দে , সমাজসেবী রাজীব গুহ প্রমুখ।