|
---|
নিজেস্ব সংবাদদাতা : বুধবার আইমা সংগঠনের কলকাতার খিদিরপুর, মেটিয়াব্রুজ, আকড়া, মহেশতলা এলাকার প্রতিনিধিদের নিয়ে ঈদ – মিলন উৎসব অনুষ্ঠিত হলো একড়ার আমন্ত্রন ভিলাতে।
অল্প হলেও আইমা সংগঠনের সাথে আপনাদের পরিচয় আছে, আইমা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। মানুষের বিভন্ন সমস্যাতে, সম্প্রীতির মেলবন্ধনের আইমা অন্যতম মুখ। ঈদ-মিলন উৎসবের মূল লক্ষ্য সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলা। হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষ উপস্থিত ছিলেন মিলন উৎসবে। উপস্থিতি কল্যাণ ব্যানার্জী বলেন, ” এই উৎসবে অংশগ্রহণ করে আমি গর্বিত, বর্তমান পরিস্থিতিতে এই রকম সম্প্রীতির উৎসবই ঐক্য তৈরির কাজ করবে এবং একে অপরের বিভেদ দূর করবে”।
ঈদ-মিলন উৎসবের মূল আকর্ষন আইমা সংগঠনের মধ্যমনি সকলের ভাইজান সৈয়দ রুহুল আমীন সাহেব উপস্থিত ছিলেন। তিনি বলেন ঈদ হলো মিলনের উৎসব, সেই মিলন শুধু মুসলিমে মুসলিমে নয়, সেটা হিন্দু মুসলিম এবং সকল ধর্মের সাথে মিলন। আজ বর্তমান সময়ে দাঁড়ায়ে আমাদের ঐক্য ও মিলনের উপর আঘাত করছে বিভেদকামী শক্তি। আমাদের সকলের কাজ বিভেদ শক্তিতে প্রতিহত করা, সেই কাজের একটি অংশ ঈদ-মিলন উৎসব। আইমা সংগঠন হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষের মিলিত সংগঠন, এখানে ধর্মের কোন ভেদাভেদ নাই।