আজমীর থেকে বাড়ী ফিরলেন পরিযায়ী শ্রমিক ও তীর্থযাত্রীরা, করা হলো থার্মাল স্ক্রিনিং

নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, মেদিনীপুর:-দীর্ঘ টানাপোড়েনের পর পরিযায়ী ছাত্রছাত্রীদের পর আজমীর থেকে বাড়ী ফিরলেন পরিযায়ী শ্রমিক ও তীর্থযাত্রীরা। মঙ্গলবার সন্ধ্যায় 33 জন পরিযায়ী শ্রমিকদেরকে খড়গপুরে আনা হয়। পরে সরকারি বাসে করে ঘাটাল ও মেদিনীপুরে পাঠানো হয়। খড়গপুরের 9 জনকে থার্মাল স্ক্রিনিং করে ছেড়ে দেওয়া হয়। মেদিনীপুরের 9 জনকে মেদিনীপুর কলেজ মাঠে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বাকী ঘাটালের 15 জনকে বিশেষ বাসে করে পৌঁছে দেওয়া হয়। প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর থেকে কড়া নির্দেশ জারি করে বলা হয় আগামী 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং কোনো রকম শারীরিক সমস্যা হলে তৎক্ষণাৎ যেন স্বাস্থ্য দপ্তরের যোগাযোগ করে।