কলকাতা প্রেস ক্লাবে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেস কনফারেন্স

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ১৯শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। সেই উপলক্ষে, শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে বিশিষ্ট সমাজসেবী ও পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য মহাশয়ার নেতৃত্বে অল বেঙ্গল মেন্স ফোরাম আয়োজন করে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পুরুষদের দৈনন্দিন সমস্যা নিয়ে একটি প্রেস কনফারেন্স।

    এবারের আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে থিম ‘মেন লিডিং বাই এক্সামপেল’। দুপুর দুটো নাগাদ শুরু হয় প্রেস কনফারেন্স। তার আগে সংগঠনের সদস্যদের নিয়ে তৈরি এবিএমএফ ব্লুজ, উপস্থিত সব দর্শক ও অতিথিদের জন্য একটি সঙ্গীত তুলে ধরেন। এরপরেই শুরু হয় প্রেস কনফারেন্সের মাধ্যমে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।

    আলোচনা সভায় মোট ৭টি বিষয় নিয়ে আলোচনা করা হয় – ১৮ই নভেম্বর আন্তর্জাতিক পুরুষদের উপর সহিংসতা নির্মূল দিবস হিসাবে ঘোষণা করা, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পুরুষদের জন্য লিগাল ক্লিনিকের ব্যবস্থা করা, অ্যাসিড অ্যাটাক হওয়া পুরুষদের উপর গুরুত্ব দেওয়া, পুরুষ ও শিশু পুত্রের মানসিক শান্তির প্রয়োজনীয়তা, পুরুষদের জন্য সাইবার সেফটি, পুরুষ অধিকার আন্দোলনের প্রয়োজনীয়তার প্রচার ও রাজ্য সরকারের তরফ থেকে পুরুষদের জন্য স্বনির্ভর গোষ্ঠী ঘোষণা করা।

    প্রতিটি বিষয়ের জন্য উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী থেকে আইনজীবীরা। উপস্থিত ছিলেন আইনজীবী জয়ন্ত চ্যাটার্জি, অনির্বাণ গুহ ঠাকুরতা, সুমন গাঙ্গুলী, সৌম্যজিত রাহা, সমাজসেবী অপরাজিতা গাঙ্গুলি, সাইবার গুরুর ডিরেক্টর রাজর্ষি রায় চৌধুরী, আইনজীবী রাজীব চক্রবর্তী, আইনজীবী রাজদীপ মজুমদার, আইনজীবী মিত্রা গুহ ঠাকুরতা ও আইনজীবী দেবরাজ মল্লিক প্রমুখ।

    এই আলোচনা সভায় নিজেদের সমস্যা তুলে ধরেন দর্শকেরা এবং তার সমাধান কিভাবে হবে, তার জবাব দেন প্রধান অথিতিরা।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো আলোচনা সভায় অ্যাসিড অ্যাটাক হওয়া পুরুষদের ঘটনা এবং দৈনন্দিন জীবনে এই সমস্যা নিয়েও লড়াই করে যাওয়ার ঘটনা তুলে ধরা।

    দর্শকদের অল বেঙ্গল মেন্স ফোরামের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী নন্দিনী ভট্টাচার্য মহাশয়া থেকে শুরু করে উপস্থিত অথিতিরা পুরুষ অধিকার আন্দোলন ও লিঙ্গ নিরপেক্ষ আইনের প্রয়োজনীয়তা বোঝান। এছাড়াও সমাজে পুরুষরা কতটা নির্যাতিত ও ভুয়ো মামলার শিকার হচ্ছে, সেটাও তুলে ধরেন।