|
---|
নিজস্ব সংবাদদাতা : বাগান তৈরির নামে দুর্নীতির অভিযোগ উঠল বাঁকুড়ার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। জগদল্লা ২ নম্বর পঞ্চায়েতের বিরুদ্ধে সৌন্দর্যায়নের নামে টাকা নয়ছয়ের অভিযোগে সুর চড়াল গেরুয়া শিবির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও।যতদূর চোখ যায় ধূ ধূ প্রান্তর। শুকিয়ে পড়ে গাছ। কিন্তু, সাইনবোর্ড বলছে, এ আসলে পঞ্চায়েতের তৈরি বাগান। যার জন্য নাকি ব্যয় হয়েছে ৫ লক্ষ ৫ হাজার টাকা। এভাবে লক্ষাধিক টাকা ব্যয়ে সাজানো বাগান শুকিয়ে যাওয়া নিয়ে বাঁকুড়ায় আঙ্গারিয়া গ্রামে তৈরি হয়েছে বিতর্ক। কাঠগড়ায় তৃণমূল পরিচালিত জগদল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত।বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতের তরফে ঘটা করে বাগান তৈরি হলেও দেখভালের অভাবে এখন মৃতপ্রায় অবস্থা। বাঁকুড়ার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা রাখহরি হেমব্রম বলেন, দেখে খারাপ লাগছে। বাগান এখন ধু ধু মাঠ হয়ে গেছে। এত খরচা করে গাছ লাগানোর পরেও সেগুলির রক্ষণাবেক্ষণ হয়নি।তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে বাগান তৈরির নামে টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছে বিজেপি। বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি বিকাশ ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় গাছ লাগানো হচ্ছে। কিন্তু পরে সেটার দেখভাল হচ্ছে না। এভাবে জনগণের টাকা নষ্ট। বিডিওকে বলেছি, বিষয়টি দেখার জন্য।বাঁকুড়ার তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, গাছ লাগানো হয়েছে। পরিচর্যার অভাব হয়েছে। খোঁজ নিয়ে দেখছি। বিজেপি অকারণ রাজনীতি করছে।বাঁকুড়ার আঙ্গারিয়া গ্রামের বাগান বিতর্কের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিডিও। বিডিও অঞ্জন চৌধুরী বলেন, পঞ্চায়েতের সঙ্গে কথা বলব। গোটা বিষয়টির রিপোর্ট চাইব। কেন রক্ষণাবেক্ষণ হচ্ছে না সেটাও দেখব।
রাজনৈতিক তরজা নয়, ফের সুন্দর করে সেজে উঠুক এলাকার বাগান, এখন এটাই চাইছেন গ্রামবাসী।