ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকটে! করা হচ্ছে লাগাতার রাজনৈতিক চাপ ও হামলা

দেবজিৎ মুখার্জি: “ক্রমশ সংকুচিত হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমের স্বাধীনতা” এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টারস উইদআউট বর্ডার। গত বছর ছিলো ১৪২তম স্থানে। এবার ১৫০তম স্থানে চলে এসেছে ভারত।

    রিপোর্টে বলা হয়েছে, মোদি জামানায় ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকটে। সংবাদমাধ্যমের উপর লাগাতার রাজনৈতিক চাপ ও হামলা করা হচ্ছে। পাশাপাশি এটাও জানানো হয় যে সাংবাদিক যারা কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন, তাঁদের নানারকমভাবে হেনস্তা ও ও মারধর করেছেন মোদী ভক্তরা।