‘ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করা কেন?’ ফের বিজেপিকে তোপ অমর্ত্য সেনের

নতুন গতি নিউজ ডেস্ক : এর আগেও নানা সময়ে সরব হয়েছেন তিনি, এবার আবার হলেন। নাম না করে বিজেপির বিরুদ্ধে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবীদ অমর্ত্য সেন। দেশজুড়ে চলা ধর্মীয় ভেদাভেদ থেকে তৈরি হিংসা নিয়ে সরব হলেন তিনি।

    দেশের বিভিন্ন জায়গা, এমনকী এই বাংলাতেও ‘জয় শ্রীরাম’ স্লোগান বলানো নিয়ে মারধর, এমনকী প্রাণ কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। শুক্রবার তা নিয়েই বলতে গিয়ে অমর্ত্য সেন বলেন, ‘ধর্মীয় ভেদাভেদ থেকে হিংসা কেন? সংবিধানে সমস্ত ধর্মের স্থান আছে।’

    তিনি আরও বলেন, ‘নির্দেশ না মানলে মারধর করা হচ্ছে। ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আমাদের জানা প্রয়োজন, ভারতীয় সংবিধানে সমস্ত ধর্মাচরণের অধিকার দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকের মানবাধিকার নিয়ে জানা উচিত।’

    উল্লেখ্য, প্রথম মোদী সরকারের আমলেও রাষ্ট্রের বিরুদ্ধে নানা সময়ে মুখ খুলেছেন অমর্ত্য সেন। যে কারণে তাঁকে তীব্র আক্রমণও করেছে গেরুয়া শিবির। কিন্তু তাতে থেমেথাকেনি সেন বাবু।