আম্ফানে ক্ষতিগ্রস্থদের পাশে সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট 

সফিকুল ইসলাম (দুলাল ), বর্ধমান :  সমাজসেবায় রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। গত ১০ দিনে  ব্লাড ডোনেশন ক্যাম্প করে রক্তদান অনুষ্ঠান করেছে, যেখানে ৬২ জন মানুষ রক্তদান করেছেন। প্রয়াস এবং ওয়েলকাম ফাউন্ডেশন বলে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন কে সঙ্গে নিয়ে ১০০০ এর বেশি মানুষ ফ্রি চিকিৎসা ও মেডিসিন দেওয়ার ব্যবস্থা করছেন।সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬৫ জন ডাক্তার অংশগ্রহণ  করে রাজ্যে একটি বিরল ফ্রি হেল্থ ক্যাম্পের মর্যাদা গ্রহণ করেছে। শুক্রবার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদকের নেতৃত্বে পৌঁছে গেলো  আম্ফান বিদ্ধস্ত এলাকা ক্যানিং দক্ষিণের মাতলা নদীর বাঁধে বেলেখালি গ্রামে। সেখানে অসহায় দুশোটি পরিবারে হাতে১৭ রকম জিনিস দেওয়া হয় টার মধ্যে চাল, ডাল, আলু, মুড়ি, বিস্কুট, সাবান থেকে মাক্স দেওয়া হয়। ট্রাস্টের সম্পাদক   হাজি কুতুবুদ্দিন বলেন জমিন ওয়ালাদের পাশে যারা থাকবে  অর্থাৎ মানুষের পাশে থাকলে আসমান ওয়ালা অর্থাৎ আল্লাহ সেই জমিন ওয়ালার পাশে থাকবেন |হাজি কুতুবউদ্দীন সাহেব আরো বলেন এই বিশ্ব একটা পরিবার আর এই পরিবারের কর্তা মহান আল্লাহ রাব্বিল আলামিন। এই পরিবারের পাশে যে বা যারা দাঁড়াবে মহান আল্লাহ তার প্রতি খুশি হবেন। হাজি সাহেব নিজে ত্রাণ নিয়ে এর আগে ভূমিকম্প প্রবন নেপালে ও পৌঁছে গিয়েছিলেন। বেলেখালি ২০০ টি পরিবার ছাড়াও একটি ভগ্ন মসজিদ কে ও সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই ত্রাণ বিলির অনুষ্ঠানে হাজিসাহেব ছাড়া ট্রাস্টের সভাপতি হাজি বদরুল আলম, হাজি আশরাফ, জেলা পরিষদ মেম্বার অপার্থিব ইসলাম, সমাজসেবী সেখ হালিম, হাজি আমান উদ্দীন সহ ট্রাস্টের অনেক মেম্বার উপস্থিত ছিলেন।