|
---|
নিজস্ব সংবাদদাতা : নদী পারাপারের সময় বিপত্তি। জলে হাবুডুবু খেল হাতির দল।
শুক্রবার দিনভর এই বাগান থেকে ওই বাগান দাপিয়ে বেড়ালো বুনো হাতির একটি দল । প্রায় ৩০ থেকে ৩৫ টি হাতির ঐ দল দেখতে উৎসুক জনতার ভিড়ও হয় এলাকায়। এর পর নাগরাকাটার ভগৎ পুর চা বাগান এলাকায় ঢুকে পড়ে একটি হাতির দল। কয়েকটি হাতি চা বাগান ঘুরে অবশেষে নদী পার হয়ে ফিরে যাওয়ার চেষ্টা করে। সেই সময় একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যায় মা বাচ্চাকে আঁকড়ে ধরে নদী পারাপার করছে। প্রবল জলের স্রোতে যাতে সন্তান ভেসে না যায় সেই কারণে মা হাতিটি তার শিশুকে কোন রকমেই ছেড়ে যেতে নারাজ,তাই তাকে আঁকড়ে ধরে নদী পার করে চা বাগানে ঢুকে পড়ার চেষ্টা করতে থাকে মা হাতিটি। প্রবল স্রোতে বাচ্চা হাতিটি ভেসে যাচ্ছিল জলে। শিশুকে বাঁচাতে মাহাতি সহ বাকি হাতির দলও জলে নেমে পড়ে। এরপর মাহাতি এবং অন্যান্য হাতিদের সহায়তায় হস্তিশাবকটিকে জল থেকে তোলা হয়। সোশ্যাল মিডিয়ার এই ভিডিও অনেকের চোখেই জল এনেছে। অপরদিকে বন্য প্রানী এবং মানুষের সংঘাত অব্যাহত ডুয়ার্সে। একটি হাতি ধূপগুড়ির নীরাঞ্জন পাঠ এলাকায় হামলা চালাল, হাতিটি ভাঙল একটি বাড়ি। পাশাপাশি ধান নিয়ে চম্পট দেয় বুনো দাঁতালটি। জানা গেছে, শনিবার কাক ভোরে ধূপগুড়ির খট্টিমারী জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসে একটি হাতি এবং ধূপগুড়ি নীরাঞ্জন পাঠ এলাকায় যতিন্দ্রনাথ রায়ের বাড়ি ভেঙে দিয়ে ধানের ডুলি নিয়এ চম্পট দেয়। পরবর্তীতে বাড়ি থেকে কিছুটা দুর থেকে উদ্বার করা হয় তাকে।