গুলি খেলা নিয়ে শিশুদের বচসার জেরে প্রাণ গেল এক বৃদ্ধের

নিজস্ব সংবাদদাতা : গুলি খেলা নিয়ে শিশুদের বচসার জেরে ঘটে গেল মারাত্মক কাণ্ড। দুই পরিবারের বিবাদের জেরে প্রাণ গেল এক বৃদ্ধের। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাতের বিজয়নগর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বৃদ্ধের নাম পানু মণ্ডল (৬৫)। এই ঘটনায় এলাকার এক যুবকের বিরুদ্ধে বৃদ্ধকে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। তার ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম বাপ্পা সর্দার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনকার মতোই শনিবার দুপুরে ১৫ নম্বর ওয়ার্ডের বিজয় নগরের বাণীকণ্ঠ নগর সি ব্লকে গুলি খেলছিল পানু মণ্ডলের নাতি এবং বাপ্পার ছেলে। সেখানে অন্যান্য বাচ্চারাও ছিল। তখন গুলি কেড়ে নেওয়া নিয়ে পানু মণ্ডলের নাতি ও বাপ্পার ছেলের মধ্যে বচসা বাঁধে। এরপরে তাদের মারপিট বেঁধে যায়। ঘটনায় এক শিশুর কপাল ফেটে যায়। তাই নিয়ে তাদের শাসন করতে গিয়েছিলেন পানু মণ্ডল। পরে বিষয়টি জানতে পেরেই বাপ্পা পানু মণ্ডলের বাড়িতে যায়। সেখানে পানু মণ্ডলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপরে তাদের বচসা গড়ায় হাতাহাতিতে। তখন বাপ্পা সর্দার পানু মণ্ডলকে একের পর এক কিল, ঘুষি মারতে থাকে। এমনকী তাঁর মাথায় ইটের আঘাত করে ওই যুবক। বারংবার যুবকের প্রহারের জেরে একসময় মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। তড়িঘড়ি পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বারাসত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পানু মণ্ডলের মৃত্যুর পরে এলাকা থেকে পালিয়ে যায় বাপ্পা সর্দার। যদিও তাকে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করে ফেলে পুলিশ।

     

    স্থানীয়দের অভিযোগ, বাপ্পা প্রায়ই মদ্যপ অবস্থায় থাকে। ঘটনার সময়ও বাপ্পা মদ্যপ অবস্থায় ছিল। সে বারংবার বৃদ্ধকে কিল, ঘুষি মারার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। তাদের আরও অভিযোগ, এলাকায় গুন্ডামি করে বেড়ায় বাপ্পা। সে প্রায়ই কাউকে না কাউকে মারধর করে। এর আগে বেশ কয়েকজনকে মারধরের ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, কয়েকদিন আগেই মোবাইলে টাকা নিয়ে তাঁর ছেলেকে মারধর করেছিল বাপ্পা। এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।