আনন্দধারা-র বাৎসরিক নৃত্যানুষ্ঠান মেমারিতে

নূর আহমেদ মেমারি : ১ জুন, মেমারি বৃহস্পতিবার সন্ধ্যায় মেমারির সুপ্রতিষ্ঠিত নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র আনন্দধারা-র বাৎসরিক নৃত্যানুষ্ঠান কৃষ্টি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যবিশারদ অরুণিমা মুখার্জি, বিষ্ণুপ্রিয়া বিশ্বাস, বিধান রায় চৌধুরী, সাহিত্যিক অশোক কুমার মুখার্জি, মেমারি পৌরসভার উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত। আনন্দধারার ১০৩ জন ছাত্র ছাত্রী বিশিষ্ট নৃত্য শিল্পী উদয়শঙ্কর ও অমলাশঙ্করের প্রতি বিভিন্ন নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। আনন্দধারার কর্ণধার সৈকত চোঙদার জানান, দীর্ঘ ১২ বছর ধরে মেমারির বুকে সুস্থ সাংস্কৃতিক চর্চা করে চলেছি নৃত্যের মাধ্যমে।