|
---|
Ray of Hope Foundation এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ঔষুধ প্রদান অনুষ্ঠান
আব্দুস সামাদ জঙ্গিপুর:- আজ রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সন্মতিনগর অঞ্চলে Ray of Hope Foundation এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ঔষুধ প্রদান অনুষ্ঠান আয়জিত হলো। সহায়তায় ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্ট। আজকের এই অনুষ্ঠানে Ray of Hope ফাউন্ডেশনের অন্যতম দায়িত্বশীল হাসনাত জাহান মহাশয় বলেন আমরা এই ভাবে অসহায় দুঃস্থ মানুষের পার্শে সর্বদা থাকতে চাই। মানুষ যেনো কোনো ধরনের শারীরিক অসুস্থতাই অর্থের কারণে চিকিৎসা ছাড়া মৃত্যুর পথের যাত্রী না হতে হয়। আমরা সর্বদা সেই সমস্ত মানুষের পাশে আছি যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না। এছাড়াও তিনি বলেন আজ আমরা সন্মতিনগরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ঔষুধ প্রদানের ব্যবস্থা করেছি। আগামীতে প্রতিটি ব্লকে,অঞ্চলে,প্রত্যন্ত গ্রামে,আমরা বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা ও ঔষুধ বিতরণ কর্মসূচি পালন করবো। এছাড়াও তিনি জানান Ray of Hope ফাউন্ডেশনের পক্ষ হইতে আগামী মাসে একটি রক্তদান শিবিরের ব্যাবস্থা করা হবে। আজকের এই শিবিরে মোট ১৪০ জন রুগীকে আজকের এই পরিষেবা দেওয়া হয়। আজকের এই শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল নূর এছাড়াও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন রণজিৎ দাস, বিউটি মূৰ্ম, ও ফিরোজ হেলথ কেয়ার ট্রাস্টের ফিল্ড অফিসার ইমরুল কায়েস। ইমরুল কায়েস সাক্ষাৎকারে বলেন এই ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্ট মানুষের জন্য কম খরচে পরিষেবা দিয়ে আসছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Ray of Hope Foundation এর সমস্ত সদস্য বৃন্দরা।