|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : ১৩ থেকে ১৯শে ডিসেম্বর কুলতলির জামতলা সংলগ্ন বিধায়ক কার্যালয়ের সম্মুখে কুন্দখালি এলাকায় শুরু হয়েছে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন। যেখানে উপস্থিত কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডলের প্রতিনিধি, প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক বাসুদেব দত্ত, কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার সহ-সভাপতি হাড়মনি নস্কর, কুলতলী ব্লক প্রাণী সম্পদ দপ্তরের কর্মদক্ষ শ্রীমতি উমা মন্ডল, কুন্দ খালি গোডাবর অঞ্চলের প্রধান মৌরিবালা মন্ডল, কুলতলী প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, ও এ আই কর্মীদের সহায়তায় প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ উদযাপিত হয়। বিশেষ করে কুলতলির বিস্তীর্ণ এলাকায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সহায়তায় হাঁস-মুরগি গরু ছাগলসহ একাধিক পশুদের লালন-পালনের বিষয়ে, বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। আর যেখানে কয়েক শত প্রাণী পালক তাদের গৃহ পালিত পশুদের নিয়ে এখানে হাজির হন, অনুষ্ঠান শেষে গুণমান সম্পন্ন পশুদের বিচার বিবেচনার মাধ্যমে তাদের পালককে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।